শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ফলোআপ : মিরতিংগা চা বাগানে স্বামীর কুড়ালের কূপে ৪ সন্তানের জননী কে হত্যার দায়ে স্বামী আটক



কমলকুঁড়ি রিপোর্ট ॥

atok_103031_116004

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের মাদ্রাজী টিলায় রোববার (২৪ জুলাই)  দুপুরে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী ৪ সন্তানের জননী রমনী তাঁতী (৩৮) নামক এক চা শ্রমিক নারী খুন হয়েছেন। এ ঘটনায়  নিহতের স্বামী হরিকৃষণ তাঁতীকে কমলগঞ্জ থানা পুলিশ আটক করেছে। এব্যাপারে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট চা বাগানের নিহতের ভাই রাজকুমার তাঁতী বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। যার নং ২১, তারিখ ২৪/০৭/২০১৬।
জানা যায়, মিরতিংগা চা বাগানের মাদ্রাজী টিলার হরিকৃষণ তাঁতীর সাথে স্ত্রী রমনী তাঁতীর বিভিন্ন সময় পারিবারিক কলহ ছিল। ঘটনার দিন রোববার দুপুরে অতিরিক্ত মদ্যপান করে স্ত্রী সাথে ঝগড়া হলে ঘরে থাকা লাকড়ী করার দেশীয় কুড়াল দিয়ে স্ত্রী রমনী তাঁতীকে কানের উপরে মাথায় কূপ দিয়ে আঘাত করলে সাথে সাথে মাটিতে লুটে পড়ে নিহত হন। এসময় স্বামী ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যায়। হরিকৃষণ ও রমনী দম্পতির ২ ছেলে, ২ মেয়ে রয়েছে। ঘটনার সময় বাড়ীতে কেউ ছিলেন না। বড় ছেলে বাগানের ষ্টাফ, ছোট ছেলে কলেজে পড়ে, ১ মেয়ে হাইস্কুলে পড়ে এবং ১ মেয়েকে বিয়ে হয়ে যায়। দুপুরে ছেলে সুদীপ তাঁতী কলেজ থেকে এসে ঘর বদ্ধ দরজা খুলে মায়ের রক্তমাখা লাশ দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের এসআই কৃষ্ণ মোহন দেবনাথ লাশের সুরতাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয় ইউপি সদস্য ধর্না বাউরী বলেন, পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে।
এব্যাপারের কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বদরুল হাসান ঘটনার নিশ্চিত করে জানান, পারিবারিক কলহে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়।  এব্যাপারে নিহতের ভাই রাজকুমার তাঁতী থানায় মামলা করলে পুলিশ আসামী নিহতের স্বামী হরিকৃষণ তাঁতীকে রাতে গ্রেফতার করে। সোমবার (২৫ জুলাই) মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।