বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ



 ডেস্ক রিপোর্ট ।।
নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলের ফাইনালে স্বাগতিক নেপালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল। আজ রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর আর্মি স্টেডিয়ামে মারিয়ার একমাত্র গোলে জয় পায় বাংলাদেশ ।
খেলার শুরু থেকেই নেপালের চেয়ে তুলনামূলক অনেক ভালো ফুটবল খেলতে থাকে বাংলাদেশের কিশোরীরা। সেই সুযোগে খেলার ১৪ মিনিটেই মারিয়ার গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। ৩৪ মিনিটে সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দুদল। বিরতির পরও নেপালের ‍বিপক্ষে আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশের মেয়েরা। ৭০ মিনিটের সময়ে একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্ট্রইকার কৃষ্ণা রানী সরকার। শেষ মুহূর্তে আর কোনো গোল না থাকায় টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা।
উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল কাঠমান্ডুর রাজা দরশরথ স্টেডিয়ামে। তবে সেদিনই  ৭.৮ মাত্রার ভয়াবহ ভুমিকম্পে কেঁপে ওঠেছিল পুরো নেপাল।  ওই ভুমিকম্পে ভেন্যু রাজা দশরথ স্টেডিয়ামসহ হতাহত হয়েছিল কয়েক হাজার মানুষ। ভুমিকম্পের সেই ভয়াবহতার কারণে এএফসি ফাইনাল ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করে। সেই স্থগিত হওয়া ফাইনাল ম্যাচটি রোববার অনুষ্ঠিত হয়।
সূত্র :আজকের পত্রিকা