বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ফ্রি ভোকেশনাল দক্ষতা উন্নয়ন কর্মসূচীর সাটিফিকেট বিতরন



কমলকুঁড়ি রিপোর্ট :

6547 copy
রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ২য় পর্যায় প্রকল্পের আওতায় ফ্রি ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মসূচীর সাটিফিকেট বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ২৪ জুলাই রবিবার বেলা ১২ টায় কমলগঞ্জস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক রস্ক-২ ড. মিজানুর রহমান। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত রফিকুল আলম এর সভাপতিত্বে  ও কারিতাস সিলেট অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা ডানিয়েল ধৃতু স্নাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রস্ক-২ এর সহকারী পরিচালক মো. নুরুজ্জামান মল্লিক, কারিতাস সিলেট অঞ্চল এর পরিচালক জন মন্টু পালমা, সেভ দ্যা চিলড্রেন রস্ক-২ এর টিএপিডি জগলুল হায়দার, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র সরকার, সেভ দ্যা চিলড্রেন এর ডেপুটি ম্যানেজার খুরশিদা আরা, সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক সঞ্চয় কুমার দেব, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, রস্ক-২ এর ট্রেনিং কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন কারিতাস মট্স প্রতিনিধি ডমিনিক দিলু পিরিচ।

উল্লেখ্য ৫ম শ্রেনী পাস করা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করে প্রথম ব্যাচে ১৬০ জন এর মধ্যে ১৪৫ জনের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়। ২য় ব্যাচে ১৮১ জন এর মধ্য থেকে ২১ জুলাই ৫৪ জনকে প্রাণ আর এফ এল হবিগঞ্জ এ চাকুরী দেয়া হয়।