শুক্রবার, ৩ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে সনাকের মতবিনিময় সভা



শ্রীমঙ্গল প্রতিনিধি :

index
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয় উপজেলা ভূমি বিষয়ক কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সনাক কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশল বাংলাদেশ(টিআইবি) এর সহযোগীতায় সচেতন নাগরিক কমিটি সনাক শ্রীমঙ্গল ‘‘চাই ভূমি খাতে স্বচ্ছতা ও  জবাবদিহিতা’’ এই শ্লোগান নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল হক।

ভূমি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা বিষয়ক বিষয়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল হুদা, ভূমি রেজিস্ট্রেশনে জনদূর্ভোগ লাঘবে করনীয় বিষয়ক সাব রেজিষ্ট্রার নিরোধ কুমার বিশ্বাস। এছাড়াও ইউনিয়ন ভূমি অফিসের সেবার মান বুদ্ধিতে করনীয় বিষয়য়ে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসিত দেব।এর আগে বক্তব্য রাখেন ভূমি বিষয়ক উপকমিটির আহবায়ক মো. রহমত আলী, জরিপের উপর আলোচনা ও টিআইবির কার্যক্রম তুলে ধরেন টিআইবি সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. হাসান আলী, ভূমি খাতে পরিচালিত বেজলাইন জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলিল লেখক হাজী মো. ফজলু,সনাক সদস্য জিডিসন প্রধান সুচিয়াং ও স্বজন সদস্য নিতেশ সুত্রধর প্রমুখ।