সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে এক বছরে পাচারকালে বিজিবির অভিযানে ॥ ১০ কোটি ৭১ লাখ টাকার মাদক জব্দ ॥ ৭২৭টি মামলা ॥ গ্রেফতার ১৪



BGR_Logo

সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল থেকে :
শ্রীমঙ্গল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টরের সদস্যরা গত ১ জানুয়ারী  ৩১ ডিসেম্বর ২০১৫ এক বছরে প্রায় ১০ কোটি ৭১ লাখ টাকার অধিক মূল্যের মাদক পাচারকালে জব্দ করেছে। অন্যদিকে ৭২৭টি মামলায় ১৪ জনকে গ্রেফতার করলেও বাকি ৭জন পলাতক রয়েছেন।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়ইছড়া সীমান্ত এলাকার ১৮৩৮ নং পিলার থেকে হবিগঞ্জ জেলার ১৯৪৭ নং সীমান্ত পিলার পর্যন্ত দীর্ঘ ১৪৫ কিলোমিটার সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে মাদক পাচারকালে বিজিবি সদস্যরা এসব মালামাল জব্দ করে।
৪৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
৪৬ ব্যাটালিয়ন ল্যা: কর্ণেল নাসির উদ্দীন বলেন, গত বছরের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৪৫ কি:মি: সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে ১০ কোটি ৭১ লাখ, ৩৯ হাজার ৭০ টাকার মাদকসহ চোরাচালান সামগ্রী জব্দ করেন। এর মাঝে ৪১ লাখ ৯৫ হাজার ৪১২ টাকার মাদক দ্রব্য, ১০ কোটি ২৯ লাখ ৪৩ হাজার ৬৫৮ টাকার বিভিন্ন জাতের চোরাচালান সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও চোরাচালান সামগ্রীর জন্য মালিকসহ ১৩টি মামলা ও মালিক বিহীন৭১৪টি মিলিয়ে মোট ৭২৭টি মামলা করা হয়। এসব মামলায় ১৪ জনকে গ্রেফতার করলেও ৭ জন পলাতক রয়েছে। জব্দকৃত সামগ্রীর মাঝে রয়েছে ১টি শর্টগান, দুই হাজার ৩ শত ৮৬ বোতল ভারতীয় বিভিন্ন জাতের মদ, ৫৯৯ বোতল ফেনসিডিল, ২৮৪ বোতল ভারতীয় কোরেক্স সিরাপ,৭৬ হাজার ৫৭৫ কেজি গাঁজা, ২১ লি: বাংলা মদ ১১টি ইয়াবা ট্যাবলেট ও ১ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ৮০০ ভারতীয় নাসির উদ্দীন পাতার বিড়ি। ৭ হাজার ৩২৬ দশমিক ৮৩ ঘনফুট বিভিন্ন বিভিন্ন প্রকার কাঠ, ৩৬টি ভারতীয় বাইসাইকেল, ২৩টি ভারতীয় মোটরসাইকেল, ১ কোটি ৯৯ লাখ  ৯ হাজার ৭৫০ কেজি চা পাতা, ৯টি ভারতীয় গরু, ৪ হাজার ৬ শত ৪৫ কেজি গন্ডকের মুড়া, ১৫ হাজার ৮৩৪ কেজি তাঁরাগোটা, ২১ হাজার ৩৫৯টি মুলিবাঁশ, ৭ বান্ডিল বাঁশের তরজা, ৩ হাজার ১৯৮ কেজি কাঁচা রাবার, ৪২৪ দশমিক ৫ লি: কেরোসিন, ৮৯ টি প্লাষ্টিক জারিক্যান, ১০২ কেজি ভারতীয় জিরা, ৮ হাজার ৯০০ ভারতীয় রুপি, ৩টি সিএনজি টায়ার, ২টি সিএনজি টিউব। ২টি সিএনজি ব্যাক ¯িপ্রং, ১টি জেনারেটর, ২২টি সিনকা সিরাপ, ৫০০ পিচ সিপা হেবটাডিন ট্যাবলেট, ৫১ হাজার ১১০ পিচ ডেকা মেথাসনব, ৪টি এ্যালুমোনিয়াম পাতিল, ১ হাজার ১২৮ পিচ কাঁচ, ১টি লোহার স্ট্যান্ড ও দুটি পিতলের মূর্তি।
এছাড়াও বিজিবি সদস্যরা চোরাচালান কাজে ব্যবহৃত ৯টি ট্রাক, ৫টি প্রাইভেট কার, ৭টি পিকআপ, ৬টি ট্রাক্টর ও ট্রলি, ৪টি সিএনজি অটোরিক্সা, ২টি ট্যাম্পু ও ২২টি ঠেলাগাড়ি(হাতা গাড়ি)সহ বিভিন্ন জাতের মালামাল জব্দ করা হয়।