মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

দেওরাছড়া ও কালেঙ্গায় মহান বিজয় দিবস পালিত



20151216_084110[1]
কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগান কালেঙ্গায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল ৮ঘটিকায় কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। রহিমপুর ইউপি, বিদ্যালয় কর্তৃপক্ষ, ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, এসএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য সংগঠন। এসময় উপস্থিত ছিলেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, প্রধান শিক্ষক অনু রানী ভৌমিক, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহিম, আওয়ামীলীগ নেতা মামুন আহমদ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।20151216_093730[1]
সাড়ে ৮ঘটিকায় দেওরাছড়া চা বাগানে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন রহিমপুর ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, বাগান কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপক নাদিম খান, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ইউপি সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পঅর্পণ করে। পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা বধ্যভূমি প্রাঙ্গনে ব্যবস্থাপক নাদিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কালাম আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি ব্যবস্থাপক মোস্তফা জামান, মুক্তিযোদ্ধা কুলচন্দ্র তাঁতী, অনুকুল গঞ্জু, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, আওয়ামীলীগ নেতা মামুন আহমদ, পঞ্চায়েত সভাপতি সুবোধ কুর্মী প্রমুখ। এর আগে ১৯ জন শহীদদের নামফলক উন্মোচন করা হয়।
পরে ফিতা কেটে প্রধান অতিথি রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল খেলাধূলার শুভ উদ্বোধন করেন। পরে তিনি বিজয় দিবস উপলক্ষে মুন্সীবাজার ছাত্রলীগের বিজয় র‌্যালীতে অংশগ্রহণ করেন।