বুধবার, ১ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জ পৌরসভায় পাওয়া না পাওয়ার হিসাব কষছেন ভোটাররা



2.-daily-sylhet-pouro-nirbachon10

মো.মোস্তাফিজুর রহমান :: 

কমলগঞ্জ পৌরসভার পরবর্তী কান্ডারী কে হচ্ছেন এ নিয়ে চলছে ভোটারদের নানা বিশ্লেষণ। পাশাপাশি হিসাব কষছেন বিগত দিনের প্রাপ্তি-অপ্রাপ্তিরও। আওয়ামী লীগের টিকিটে আসা তরুন সমাজকর্মী মোঃ জুয়েল আহমদের জনপ্রিয়তা রয়েছে যেমন তেমনি বর্তমান মেয়র সাবেক বিএনপি নেতা আবু ইব্রাহীম জমসেদের দায়িত্বকালীন ইতিবাচক দিকগুলোর অনুষঙ্গ হয়ে আলোচনায় রয়েছে পৌর মেয়রের বিগত দিনের কর্মকান্ডও। আর সাবেক মেয়র বিএনপি নেতা হাছিন আফরোজ চৌধুরী ও আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে সদ্য বিএনপিতে যোগদানকারী জাকারিয়া হাবিব বিপ্লব নিয়ে আলোচনা চলছে।
স্থানীয় অধিবাসীরা বলছেন, ভোটের মাঠে আওয়ামী লীগ-বিএনপির এ দুই প্রার্থীকে নিয়ে ভোটারদের যত চিন্তা। কমলগঞ্জকে ডিজিটাল পৌরসভা হিসেবে দেখতে পরিবর্তন চান অধিকাংশ ভোটাররা। আর পুরাতনে বিশ্বাসী এক শ্রেণির ভোটার। পৌর এলাকার ভোটার শামীম আহমদ বলেন, যেহেতু সরকার চালাচ্ছে আওয়ামী লীগ, তাই মেয়র হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী থাকলে পৌরসভার কার্যক্রম ত্বরান্বিত হবে। ডিজিটালাইজেশনের দিকেও এগিয়ে যাবে।
পৌর এলাকার উন্নয়ন বঞ্চনার বিষয়কে সামনে টেনে আওয়ামী লীগের প্রার্থীকে মেয়র পদে দেখতে চাচ্ছেন নতুন প্রজন্মের ভোটাররা। এ জন্য আওয়ামী লীগের প্রার্থীকে এগিয়ে রাখছেন অনেকে। আব্দুল্লাহ, সায়েম নামের তরুন দুই ভোটার বলেন, ‘কমলগঞ্জে গ্যাসকূপ। আমরা গ্যাসের অঞ্চলে বাস করেও গ্যাস সংযোগ পাই না। পৌরএলাকার ৭৫ শতাংশ মানুষের ঘরে গ্যাস নেই। উন্নয়নের জন্য মেয়র পদে পরিবর্তন আসা প্রয়োজন।
কমলগঞ্জ পৌরসভা বিএনপির সমর্থক বেশি ছিল বিগত সময়ে। এর ফলে ১৯৯৯ সালে পৌরসভা গঠিত হয়ার পর থেকেই পৌরসভার চেয়ারটি বিএনপির দখলে। এবার এ চেয়ার উদ্ধার আওয়ামী লীগ যুব সমাজসহ সব শ্রেনীপেশার মানুষের সঙ্গে ভাল সম্পর্ক ও জনপ্রিয় দেখেই জুয়েলকে দলীয় প্রার্থী ঘোষণা করায় তার পক্ষে ভোট পার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন কর্মী-সমর্থকরা। অপর দিকে বিএনপির দলীয় প্রার্থী বর্তমান মেয়র আবু ইব্রাহীম জমসেদের বিপরীতে বিএনপির ওপর দুই বিদ্রোহী প্রার্থী হওয়ায় অনেকটা বিপাকেই রয়েছেন বিএনপি লাইনের স্থানীয় ভোটাররা। বিএনপি সমর্থীত এক ভোটার বলেন,প্রার্থী নয়,আমরা সাধারণ ভোটাররা বেশ মুছিবতে আছি। তিন জনই বিএনপির, ভোট দিতাম কারে? পৌর এলাকা অবকাঠামোগত উন্নয়নের অভাবে জনভোগান্তির কথা তুলে ধরে স্থানীয় ব্যবসায়ীরা বলেন,ওয়ার্ড এলাকার ‘রাস্তাগুলোর বেহাল দশা? শহরের ড্রেনগুলো খোলা। ময়লা আবর্জনার দুর্গন্ধে পথচলা যায় না।