বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে উন্নয়ন সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়



14
॥ কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) বদরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আনোয়ার হোসেন, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি অফিসার শামসুদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো. ইয়াহিয়া, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী এস, এম, হাসনাত হাসান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন, উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলী প্রমুখ। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, কমলগঞ্জ উপজেলা একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। কমলগঞ্জের হামহাম জলপ্রপাতে যাওয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করা হবে। সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিষমুক্ত সবজী চাষ করতে হবে। তিনি স্বচ্ছতার সাথে জনগণের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ডের আরো গতিশীলতা আনতে হবে। এর আগে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলগঞ্জ থানা ভবন পরিদর্শন করেন। এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।