রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ছোট ভাইর লাঠির আঘাতে বড় ভাই খুন



 মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার সদর উপজেলার আপারকাগাবালা ইউনিয়নে ছোট ভাই হারুন লালের লাঠির আঘাতে বড় ভাই শাব লাল (২৫) খুন হয়েছেন। ১৭ জুলাই শুক্রবার সকালে কাগাবালা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শাব লাল আপারকাগাবালা ইউনিয়নের কাগাবালা গ্রামের জুনাব আলীর ছেলে। স্থানীয়রা জানান, সকালে ছোট ভাই হারুন লালের সঙ্গে শাব লালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হারুন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে শাব লালের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাব লাল মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাব লালের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।