শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ৬ দফা দাবীতে নির্বাহী কর্মকর্তার নিকট আগরচাষীদের স্মারকলিপি প্রদান



3644 copy
কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আগর চাষীরা ৬ দফা দাবীতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে। বুধবার সকাল ১১ টায় আগরচাষীরা এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি, টিলাবাজার, উত্তর কানাইদেশী, দক্ষিনকানাইদেশী, ছয়ঘড়িসহ প্রায় ১২ টি গ্রামে দীর্ঘদিন থেকে আগর চাষ হচ্ছে। কিন্তু আগরচাষীদের সচেতনার অভাবে এক শ্রেনীর মধ্যস্বত্ত্ব ভোগী কমমূল্যে আগর ক্রয় করায় চাষীরা নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কমলগঞ্জ থেকে নায্যমূল্যের বাইরে বছরে প্রায় কোটি টাকার উপরে আগর বিক্রি হয়। তাই আগর চাষীরা উৎপাদিত আগর বাজারজাত করনে সরকারের সহযোগিতা, আগর উৎপাদনে প্রযুক্তিগত সহযোগিতা অর্থাৎ পক্রিয়াজাত করনে সহায়তা প্রদান, বিসিক বা সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে আগর চাষ বিষয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করা, আগর চাষ রক্ষায় সরকারের নজরদারী বা সহায়তা প্রদান, আগর চাষে বড়লেখার পর কমলগঞ্জ একটি  উপযোগী স্থান কিনা তা বিবেচনায় নিয়ে পৃষ্ঠপোষকতা প্রদান করা, স্বপ্ল সুদে ব্যাংক হতে আগর চাষীদের ঋন প্রদানের ব্যবস্থার দাবী নিয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান কালে  উপস্থিত ছিলেন উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ, ইসলামপুর আগরচাষী উদ্যোক্তা উন্নয়ন পরিষদ আহবায়ক রফিকুল ইসলাম মানিক প্রমুখ।