শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে ১৭ হাজার টাকা জরিমানা



কমলকুঁড়ি রিপোর্ট

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকেন সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক, মৌলভীবাজারের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর সহযোগিতায় বুধবার (২০ মে) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়া, মোড়কজাত বিধিমালা না মেনে পণ্য বিক্রয় করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করাসহ সহ বিভিন্ন অনিয়মের দায়ে ষ্টেশন রোডে অবস্থিত দেওয়ান ব্রাদার্সকে ৫ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত সোনার মিয়ার মাছের দোকানকে ৪ হাজার টাকা, জুতিকা এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, দক্ষিণ রোডে অবস্থিত সাইফুর ষ্টোরকে ৪ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।