রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

জুড়ীতে ফেন্সিডিল উদ্ধার



unnamedমাহবুব আলম রওশন, জুড়ী::
উপজেলার ফুলতলা ইউনিয়নের এলভিনটিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফুলতলা ক্যাম্পের নায়েক জসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটিদল সোমবার রাত সাড়ে ১০টায় এলভিনটিলা সীমান্তের ১৮২৮ মেইন পিলার এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ফেনসিডিল গুলো ফেলে পালিয়ে যায়। বিজিবি সে গুলো উদ্ধার করে মাদকদ্রব্য অধিদপ্তরে জমা দেয়।