রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে মৈরা পাইবি সমাজ কল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত



11125411_897013647009080_2107259551_n

আর কে সোমেন::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর মণিপুরী কালচারেল
কমপ্লেক্সে এর হলরুমে  ৭মে বৃহস্পতিবার বিকেলে মৈরা পাইবি সমাজ কল্যাণ
সংস্থার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়
মৈরা পাইবি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সৌদামিনি
শর্ম্মার সভাপতিত্বে এবং শর্মিলা শর্ম্মা ও সুব্রা সিনহার সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর
ইউপি চেয়ারম্যান মোঃ সাব্বির আহমেদ ভূইয়া।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ভান্ডারি গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক লোকেন্দ্র
শর্ম্মা, তেতইগাঁও রসীদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারিণী শিক্ষক শৈল্য কুমার
সিংহ প্রমূখ।

উল্লেখ্য, মণিপুরী সমাজে মাদকের ব্যাবহার
প্রতিরোধ করতে সংস্থাটি ২০০৭ সালে গঠিত হয়।