সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ডিসেম্বর)সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মো. মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, সোনালী ব্যাংক লি: শমসেরনগর শাখার ব্যবস্থাপক রিপন মজুমদার, ইসলামী ব্যাংক লি: শমসেরনগর উপ-শাখার ব্যবস্থাপক আবুল কালাম, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, শাব্বীর এলাহী, নির্মল এস পলাশ, উপজেলার শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধা সৌদি প্রবাসী মো.সালেহ আহমদ প্রমূখ।

এসময় সোনালী ব্যাংক লি: কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম মাসুম, মুন্সীবাজার শাখা ব্যবস্থাপক সুব্রত সিংহ, জনতা ব্যাংক লি: ভানুগাছ শাখা ব্যবস্থাপক তমাল দত্ত, কমার্স ব্যাংক লি: লিমিটেডের শমশেরনগর শাখা ব্যবস্থাপক ললিত মোহন সিংহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার, তথ্য সেবা কর্মকর্তা স্বর্নালী সিংহ, আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহারসহ কমলগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যাংকের প্রতিনিধি ও অভিবাসী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ১৩জন প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। #