রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে আমন ধান- চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য



 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রান- ধানের দাম পাচ্ছে বেশি- কৃষক এখন অনেক খুশি এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলায় আমন ধান- চাল সংগ্রহ অভিযান ২০২২-২০২৩ খ্রিঃ শুরু হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এলএসডি গুদামে এ অভিযানের উদ্বোধন করা হয়।
আমন ধান- চাল সংগ্রহ অভিযান অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা তকদির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি প্রমুখ।
এবারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ৮৩৯ মেট্রিক টন ও সিদ্ধ চাল ২৬৭৫ মেট্রিক টন। সরকার কৃষকদের কাছ হতে ধান প্রতি কেজি ২৮ টাকা ও প্রতি মন ১১২০ টাকা দরে এবং চাল প্রতি কেজি ৪২ টাকা ও প্রতি মন ১৬৮০ টাকা দরে খরিদ করবে।
উল্লেখ্য, ১৭ নভেম্বর হতে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এ অভিযান চলবে।