রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কুলাউড়ায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক বয়বসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, ১৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই মোঃ হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১২নং পৃথিমপাশা ইউপির রবিরবাজার মসজিদের পূর্ব পার্শ্বে মেসার্স রাফি ফ্যাশন নামক দোকানের ভিতর থেকপ মাদক ব্যবসায়ী শেখ নজরুল ইসলাম (৪৫), পিতা-মৃত শেখ আইন উদ্দিন, সাং-সুলতানপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করে। এসময় আসামীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক নিশ্চিত করেছেন।