বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক ওয়ার্ড মাষ্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক ৪টি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে ওয়ার্ড মাষ্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ জুলাই দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ গুড নেইবারস বাংলাদেশ এর কার্যালয়ে সিডিপি ব্যবস্থাপক রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলীসহ আরো অন্যান্য শিক্ষকবৃন্দ।
অতিথিরা বলেন, গুড নেইবারস বাংলাদেশ প্রতিনিয়ত শিশু অধিকার ও সমাজ উন্নয়নে কাজ করছে। ওয়ার্ড প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা ইংরেজি শব্দার্থগুলো সহজেই শিখতে পারছে।
পরে ১৫ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।