বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজারে নারী পুলিশ ব্যারাক ভবনের শুভ উদ্বোধনঃ  উন্নয়নের অগ্রযাত্রায় পুলিশ কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমান। – স্বরাষ্ট্রমন্ত্রী



কমলকুঁড়ি রিপোর্ট

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এম.পি মৌলভীবাজার পুলিশ লাইন্সে নব নির্মিত নারী পুলিশ ব্যারাক ভবনের শুভ উদ্বোধন করেছেন।
পরে মন্ত্রী জেলা পুলিশ অয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, সংরক্ষিত নারী আসন -৩৬ এর সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, ঢাকা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মুহম্মদ হাবিবুর রহমান, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, সিলেট ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ রৌশনুজ্জামান সিদ্দিকীসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত পুলিশ লাইনসে নারী পুলিশের আবাসন হিসেবে ৫ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ব্যায়ে নির্মিত ৬ তলা ভীত বিশিষ্ট ৩ তলা ব্যারাক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধবতন কর্মকর্তাদের সাথে নিয়ে ব্যারাকের সামনে একটি কৃষ্ণচুড়া গাছের চারাও রোপণ করেন মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এম.পি সন্ত্রাস, জঙ্গীবাদ, ধর্মীয় উগ্রবাদ ও মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। উন্নয়নের এ অগ্রযাত্রায় পুলিশ কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমান সরকারও পুলিশের বিভিন্ন সুযোগ সুবিধা ও উন্নত জীবনমান নিশ্চিতে কাজ করছে। দেশের জরাজীর্ণ থানা ভবন ও পুলিশ ব্যারাকের আধুনিকায়নে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
পরে জেলা পুলিশ মৌলভীবাজারের পক্ষ থেকে পুলিশ সুপার স্বরাষ্ট্র মন্ত্রীকে একটি সুদৃশ্য নৌকার রেপ্লিকা তুলে দেন।