শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে গ্রামে গ্রামে করোনা ছড়িয়ে পড়ছে : আলীনগর ইউনিয়নে ৪ জন



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা রোগী গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে।

মঙ্গলবার ১৩ জুলাই মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের তথ্যমতে কমলগঞ্জ উপজেলায় মোট ১০ জন করোনা সনাক্ত হয়েছেন।

এর মধ্যে মুন্সীবাজারের ইউনিয়নের বাসুদেবপুরের ১ জন পুরুষ, শমশেরনগরের রঘুনাথপুরের ১ জন পুরুষ, আলীনগরের যোগীবিলে ১ জন পুরুষ, শ্রীনাথপুরে ১ জন নারী, আলীনগর বস্তির ১ জন পুরুষ, আলীনগর চা বাগানের ১ জন নারী, নছরতপুরে ১ জন পুরুষ, বালিগাঁও এর ১ জন পুরুষ ও মুন্সীবাজারের ১ জন পুরুষ ও রহিমপুরে ১ জন নারী, এছাড়া কমলগঞ্জে নমুনা দেওয়া কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের ১ জন করোনা শনাক্ত হয়েছেন।

এছাড়া মৌলভীবাজার জেলায় মোট ১২৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মাঝে মৌলভীবাজার সদর হাসপাতালে নমুনা দেওয়া ৬৮ জন। বাকিদের রাজনগর উপজেলায় নমুনা দেওয়া ৫ জন, কুলাউড়ায় নমুনা দেওয়া ২৬ জন, বড়লেখায় নমুনা দেওয়া ১ জন, কমলগঞ্জে নমুনা দেওয়া ১০ জন ও শ্রীমঙ্গল নমুনা দেওয়া ১৫ জন।