সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

চা শিল্পে অস্থিরতা, বাধাগ্রস্থ হচ্ছে উৎপাদন



 

মতি লাল দেব  রায়
বাংলাদেশের কমলগঞ্জ উপজেলায় মেইন বাগান এবং ফাঁড়ি বাগান নিয়ে ছোট বড় ২০ টি চা বাগান আছে, ন্যাশনেল টি কোম্পানির ফাঁড়ি বাগান সহ মোট ৮ টি চা বাগান আছে, ব্যক্তি মালিকানাধীন ৬ টি এবং ব্রিটিশ কোম্পানি ডানকান ব্রাদার্সের চা বাগান আছে ৬টি । কিছুদিন যাবত ব্যক্তি মালিকানাধিন চা বাগানে চা বাগানের মুল চালিকা শক্তি চা শ্রমিক ও বাগান ম্যানেজমেনটের মধ্যে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নানা রকম বিশৃঙ্খলা দেখা দেয়,দাবি আদায়ের জন্য ধর্মঘটের মত চরম অবস্থানে যেতে হয় ।এমনিতেই চা শ্রমিকদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা ,বস্র এই চারটি মৌলিক চাহিদা এখন পর্যন্ত পুরন হয় নাই, এখন ও চা শ্রমিকরা আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত,জীবাণু যুক্ত পানি পান করে,চা শ্রমিকদের শিশুরা ডাইরিয়া, টাইফয়েড, জন্ডিস এ ভোগে, চা বাগানের এমন কোন শ্রমিক সন্তান পাওয়া যাবেনা যার ম্যালেরিয়া হয় নাই । চা বাগানের এলাকা মশার প্রজনন ক্ষেত্র, চারিদিকে ময়লা আবর্জনার স্তূপ পরিলক্ষিত হয় । শত করা ৯৬ % শ্রমিক পরিবারের বাড়ীতে ল্যাট্রিন নাই, চা বাগানে জন্ম নেওয়া অধিকাংশ শিশুরা নানা রকম কৃমি দ্বারা আক্রান্ত হয়ে রক্ত শুন্যতায় ভোগে ।চা শ্রমিক মায়েদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞ্যানের অভাবে না না রকম প্রজনন স্বাস্থ্য অসুখে ভোগে যা পুরুষদের নজরে আসেনা, তাছাড়া নজরে আসলে ও বাগানে এ সংক্রান্ত চিকিৎসা সেবা কার্য়ক্রম না থাকায় এই অসুখ নিয়েই তাদের চা পাতা তুলা সহ পরিবারের সকল গৃহস্থালি কাজ করতে হয়। তার উপর পুরুষ চা শ্রমিক দের পারিবারিক নির্যাতনের শিকার হতে হয় অধিকাংশ চা শ্রমিক মায়েদের। চা বাগানের শতকরা একশত ভাগ চা শ্রমিক মদ পান করে ।বাংলাদেশের ঢাকাতে দুই একটি পাচতারা হোটেল এবং দেশের দুইই একটি ক্লাবের মদ বিক্রি এবং মদ্য পানের লাইসেন্স আছে আর কোথায় ও কোন এলাকায় বা কলকারখানার শ্রমিকদের জন্য মদ পানের লাইসেন্স দেওয়া হয়না ইহার ব্যেতিক্রম শুধু চা বাগানে । বৃহত্তর সিলেটে মোট ৯০ টি লাইসেন্স কৃত মদের পাট্টা আছে, তার সব কয়টি চা বাগান এলাকায় অবস্তিত।ব্রিটিশ শাসক গণ কৌশলে চা শ্রমিকদের শোসন করার জন্য এই মদ খাওয়ার অভ্যাস গড়ে তুলে, আজ পর্যন্ত চা বাগানে এই প্রচলন অব্যাহত আছে।মদ পান করার কারণে চা শ্রমিকদের কাছে কোন সঞ্চয় থাকেনা,যার জন্য তারা ১৮০ বছর যাবত দারিদ্রের দুষ্ট চক্রে ঘুরপাক খাচ্ছে ।মূলধন নাই তাই তাহারা চা বাগানের কাছে নির্ভরশীল,জমি নাই,তাই তাহারা চা বাগানের কাছে নির্ভরশীল,ঘর নাই তাই তাহারা বাগানের কাছে নির্ভরশীল, জীবনের প্রতি পদে পদে তাহারা নির্ভরশীল এই নির্ভরশীলতা তাদের কে পঙ্গু করে ফেলেছে, তাহারা ছোট যে কোন একটি উদ্যোগ নিতে ভয় পায় ।
কয়েক দিন যাবত কমলগঞ্জ উপজেলার শেষ প্রান্তে অবস্থিত দলই চা বাগান, স্বাধীনতা যুদ্বে মুক্তি যুদ্দ্বের সময় ব্যাপক যুদ্দ্ব সংগঠিত হয় এবং যে স্থান টির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সেই স্থানে অবস্থিত দলই চা বাগানের মালিক রাগিব আলির ও তাহাঁর স্থানিয় ম্যানেজমেন্টের শ্রমিক বিরোধী অবস্তানের কারণে যে অচল অবস্তার সৃষ্টি হয়েছে তা অবিলম্বে সমাধান করা দরকার । ইতি মধ্যে চা বাগানের ব্যেবস্তাপক আমিনুল ইসলামের বিরুদ্বে চা বাগানের ছায়া বৃক্ষ কেটে শ্রীমঙ্গলে এ অবস্তিত বিভিন্ন করাত কলে বিক্রি করছেন, যা চা বাগানের টিকে থাকার জন্য হুমকি, কারন চা গাছ বাঁচার জন্য ৭০ ভাগ ছায়া এবং ৩০ ভাগ সুরযের আলোর প্রয়োজন হয় ।আজ প্রায় তিন সপ্তাহ যাবত দলই চা বাগানটি কোন কারন ছাড়া বন্ধ করে রাখা হয়েছে,শ্রমিকরা, আয় থেকে বঞ্ছিত হচ্ছে, পরিবার পরিজন নিয়ে লকডাউনের মধ্যে মানবেতর জীবন যাপন করছে, অন্য দিকে চা উৎপাদন ব্যাহত হচ্ছে ।এখানে উল্লেখ্য যে এই চা বাগানের মালিক সিলেট শহরের কাছে অবস্তিত দেবত্বর তারাপুর চা বাগান অবৈধ ভাবে দখল করে চা বাগানের জায়গায় রাগিব =রাবেয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে এই চা বাগান দখল মুক্ত হয় এবং কলেজটি স্থানানতর করার নির্দেশ দেওয়া হয় । ঐ চা বাগান দখল করে চা বাগানের নামে লিজ কৃত ভুমি অবৈধ ভাবে প্রায় শতাধিক প্লট তৈরি করে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে কোটি কোটি টাঁকা আয় করেছেন। যেহেতু চা বাগানটি সিলেট শহরের খুব কাছে তাই এই মুল্যবান জায়গা কিনে ক্রেতাগন দুইতালা বাড়ি ঘর তৈরি করেন । সুপ্রিম কোর্টের রায় অজ্ঞাত আংশিক বাস্তবায়ন হয়ছে কিন্তু পুরাপুরি বাস্তবায়ন না হওয়ার কারন রহস্য জনক । দলই চা বাগান খুলে দেওয়ার দাবিতে সমসেরনগর চা বাগান, দলই চা বাগান,মিরতিঙ্গা চা বাগানের শ্রমিকরা উপজেলা কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেছে,বাগানে বাগানে মানব বন্ধন করেছে,  ১৬ ই আগস্ট ভানুগাছ চৌমুহনাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন রত অত্র এলাকার চা শিল্পে নিয়োজিত চা শ্রমিকের সন্তান কর্তৃক প্রতিস্তিত বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ অবিলম্বে দলই চা বগাগান খুলে দেওয়ার দানিতে মানব বন্ধন করেছে ।এই বিষয়টি কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান চা শ্রমিক বান্ধব বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অন্যতম সদস্য অধ্যাপক রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের দৃষ্টি আকর্ষণ করেছে কিন্তু আজ পর্যন্ত বিষয় টির সমাধান হয় নাই ।আমি কমলগঞ্জের একজন সাধারন মানুষ হিসাবে উপজেলা প্রশাসন তথা শ্রদ্দ্বেয় উপজেলা চেয়ারম্যান ও শ্রদ্দ্বেয় নির্বাহী কর্মকর্তার কাছে দলই চা বাগান টি অবিলম্বে খুলে দেওয়ার ব্যবস্থা করে এই করোনা কালীন দুর্যোগের হাত থেকে চা শ্রমিকদের বাঁচার জন্য এবং তাদের জীবন ও জীবিকা রক্ষার্থে আগাইয়া আসার বিনীত আবেদন রাখছি ।

মতি লাল দেব রায়
সাধারন সম্পাদক
কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইঙ্ক নিউ ইয়র্ক