শুক্রবার, ৩ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ওরসকে কেন্দ্র করে কমলগঞ্জের শমশেরনগরে মফিজ শাহ মাজারে রাতভর গাঁজার আসর



কমলকুঁড়ি রিপোর্ট


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শাহ মফিজ উদ্দিন (র:) এর মাজারে ওরসকে কেন্দ্র করে ১২ মার্চ বৃহস্পতিবার রাতভর গাঁজার আসর বসানো হয়। এসব আসরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা গাঁজা সেবনে মেতে উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওযায় ভিডিওতে গাঁজা ও নৃত্যের দৃশ্য দেখা যায়। প্রকাশ্যে রাতে গাঁজা সেবন চললেও পুলিশ প্রশাসন নির্বিকার ছিল। অভিযোগ উঠেছে পুলিশকে ম্যানেজ করে নাচ ও গাঁজার আসর বসায় ওরস কমিটি। ১২ মার্চ বৃহস্পতিবার শাহ মফিজ উদ্দিন (মফিজ শাহ) মাজারে বার্ষিক ওরস মাহফিল অনুষ্টিত হয়।

জানা যায়, প্রতিবছরের ন্যায় কমলগঞ্জ উপজেলার শমশেনরনগর এলাকায় অবস্থিত শাহ মফিজ উদ্দিন (র:) এর দুইদিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক গত বৃহস্পতিবার শুরু হয়। স্থানীয় আয়োজকরা বার্ষিক ওরসে কোন ধরনের মাইক, গান-বাজনা নিষিদ্ধ ঘোষনা করলেও ওরসের দিন দেখা যায় মাজারের বিভিন্ন পাশে গানের কাফেলা বসানো হয়। সেই কাফেলায় চলে নারী পুরুষের নৃত্য। পাশাপাশি বসানো হয় গাঁজার আসর। চারদিকে মাদক সেবনকারীরা বসা আর মহিলা গান গাইছে। গান শুনে গাঁজা সেবন করছে মাদক সেবীরা। ৩/৪টি কাফেলায় প্রকাশ্যে গাজাঁর আসর বসানো হয়। কাফেলাগুলোতে মানুষের ভিড় জমে। উঠতি বয়সের যুবকরাও গাঁজার সেবন করতে দেখা যায়। রাতভর চলে গাঁজার আসর। মাদকের আড্ডা বসলেও স্থানীয় পুলিশ কোন ভূমিকা পালন করতে দেখা যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশকে ম্যানেজ করে মাজার কমিটির কতিপয় প্রভাবশালীরা এসব গাঁজার আসর বসিয়েছেন।

এ ব্যাপারে মফিজ শাহ ওরস কমিটির সভাপতি ইউনুস মিয়ার সাথে মুঠুফোনে (০১৭৩২-৮১৩১৬১) যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, আসলে ওরসের মাঝে কিছু গাঁজা সেবনকারী লোক থাকতে পারে। পুলিশ আইন শৃংখলা রক্ষায় ব্যস্ত ছিল। বিশাল ওরস আমাদের দেখলভাল করতে কষ্ট হয়। হয়তো মাজারের পাশে বসেছিল। পুলিশের নজরে বিষয়টি আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতো।