শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বর্ণাঢ্য আয়োজনে পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন



 

কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম পাবই। গ্রামটি কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন সংলগ্ন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে অবস্থিত। এ গ্রামের পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজন বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপিত হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ গ্রামের সন্তান মৌলভীবাজার জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.শফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি মো. আব্দুল মতলিবের সভাপতিত্বে ও আব্দুল মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য এম, এ, আহাদ, কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদুস হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী, মাহমুদ আলী, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জদিদ হায়দার চৌধুরী, সমাজ সেবক সাব্বির চৌধুরী, পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তাহের আলী, সাবেক প্রধান শিক্ষক কৃপা সিন্দু ভট্রাচার্য্য, নীগেন্দ্র কুমার শর্ম্মা ও প্রধান শিক্ষিকা সুপ্তা ভট্রাচার্য্য প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা পর্বে ভূমিদাতা মরহুম হাজী ইয়াকুবসহ ১৩ জনকে মরনোত্তর সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সন্ধ্যায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।