শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে সম্মাননা প্রদান অনুষ্ঠান ও বনভোজন




কমলকুঁড়ি রিপোর্ট
কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সহসভাপতি পিন্টু দেবনাথ সাংবাদিকতা ও সমাজসেবায় ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর জেলায় বিভিন্ন স্থানে সম্মাননা প্রাপ্তিতে কমলগঞ্জে পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।


রোববার (৯ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ কনফারেন্স হলে পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির (বৃহত্তর সিলেট অঞ্চল) চেয়ারম্যান সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী। সোসাইটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: কামরুজ্জামান মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, হীড বাংলাদেশ এর কমলগঞ্জ এরিয়ার লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী, দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষিকা রাবেয়া খাতুন, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রভাষিকা, শাহরিয়া জেবিন, প্রভাষিকা হামিদা খাতুন, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সিংহ, সোসাইটির শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক হুমায়ারা সালেহা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির কমলগঞ্জ শাখার সভাপতি মোনায়েম খান। বক্তব্য রাখেন সোসাইটির সদস্য আহমেদুজ্জামান আলম, শাহান আহমদ, মৌসুমী জাহান মিকি প্রমুখ।
অনুষ্ঠানে শেষে হীড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় কমলগঞ্জ পাহাড় রক্ষা সোসাইটির বার্ষিক বনভোজন করা হয়।