বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ভারতীয় হাই কমিশনারের সহায়তায় কমলগঞ্জে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ




কমলকুঁড়ি রিপোর্ট
ভারতীয় হাই কমিশনারের সহায়তায় সিলেট বিভাগের চা জনগোষ্ঠী, মণিপুরী, পাঙাল, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের দরিদ্র-মেধাবী ৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ১৫০ জন মাঝে শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
চা শ্রমিক নেতা নারদ পাশীর সভাপতিত্বে ও সাংবাদিক সুনীল সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা। স্বাগক বক্তব্য রাখেন বাইসাইকেল বিতরণ কমিটির সদস্য সাংবাদিক মিন্টু দেশওয়ারী।
অনুষ্ঠানে সিলেট বিভাগের ১৫০ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভারতীয় হাই কমিশনারের সহায়তায় বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মহান স্বাধীনতা যুদ্ধে ভারত সরকারের অবদান কোনদিন ভুলার নয়। তিনি ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান।