রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে বিরল প্রজাতির তিনটি লক্ষ্মী পেঁচার বাচ্চা উদ্ধার



কমলকুঁড়ি রিপোর্ট


মৌলভীবাজারের কমলগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় তিনটি বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচার বাচ্চা উদ্ধার করেছে। পরে বাচ্চা গুলো বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনের কাছে হস্থান্তর করা হয়।
সোমবার ২৭ জানুয়ারি দূপুরে কমলগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয় ভবনের ছাদ পরিস্কার পরিছন্ন করতে গেলে ফায়ার সার্ভিস কর্মীরা তিনটি লক্ষ্মীপেঁচার বাচ্চা দেখতে পান। পরে তারা বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনকে খবর েিদন। বাচ্ছা গুলোর বয়স প্রায় ১ মাস হবে।
বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বর্তমানে প্রানীগুলোকে সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষনের জন্য রাখা হয়। কাক কিংবা অন্য কোন প্রাণী এই বাচ্চাদের আঘাত করেছে বলে ধারনা করা হচ্ছে। তারা পুরোপুরি ভাবে এখনো উড়তে পারে না। কিছুটা সুস্থ ও উড়াল দিতে পারলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।