শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জ পৌরসভা ও মাধবপুর ইউনিয়নের ২০৪০টি দুঃস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ



কমলকুঁড়ি রিপোর্ট

M A Shahid M.P
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা ও মাধবপুর  ইউনিয়নের জিআর ও ভিজিএফ কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে ২০৪০ টি গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলে ভিজিএফ এর চাল ও সাম্প্রতিক বন্যায় তিগ্রস্তদের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে। দু’টি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সমাগ্রী বিতরণ করেন সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিশ্রুতি সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্য ড. মো: আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ পৌরসভার ১ ও ৮ নং ওয়ার্ডের বন্যায় তিগ্রস্ত ৩ শত পরিবারের মধ্যে জিআর এর ২০ কেজি চাল ও মাধবপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৭৪০ জন হতদরিদ্র পরিবারকে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়। বৃহষ্পতিবার বিকাল ৪ টায় কমলগঞ্জ পৌরসভায় সাম্প্রতিক বন্যায় তিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণী অনুষ্টানে কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিনের সঞ্চালনায় এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ। এর আগে বৃহষ্পতিবার দুপুর আড়াই টায় মাধবপুর  ইউনিয়ন কার্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশিদ আলীসহ ইউপি সদস্য, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চা বাগান ও গ্রামের গরীব, দুঃস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।