রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশ গঞ্জু সমাজ এর ৩৯ তম মহাসম্মেলন অনুষ্ঠিত



 

 

লিটন গঞ্জু :

বাংলাদেশের অবহেলিত,বঞ্চিত,নিপীড়িত গঞ্জু সমাজ।স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই গঞ্জু সমাজ বরাবর অবহেলার স্বীকার হয়ে আসচ্ছে।তাদের উন্নয়নে রঙ্গিন স্বপ্ন দেখানো হলেও বরাবর স্বপ্ন থেকে যায়। অবহেলিত,বঞ্চিত,নিপীড়িত গঞ্জু সমাজের ভাগ্য পরিবর্তন হয়না।সিলেট হিলুয়া ছড়া চা বাগানে অনুষ্ঠিত বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠী গঞ্জু সমাজের ৩৯ তম মহাসম্মেলন বক্তরা উপরোক্ত কথা গুলো বলেন। গত ৩০ মার্চ থেকে দুই দিন ব্যাপি এই মহাসম্মেনে  সভাপতি করেন বাবু শ্রী করুনা গঞ্জু’ । বিমল গঞ্জুর পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান বাবু শ্রী রামভজন কৈরি, ইস্কন জি বি সি, অধ্যক্ষ, সিলেট ইসকন মন্দির ও দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজ, ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমেদ (শহীদ),চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি সভাপতি বাবু শ্রী রাজু ,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সদস্য বাবু শ্রী নিলেন্দু ভূষন দে (অনু) ,সহ – সভাপতি বাংলাদেশ গঞ্জু সমাজ, বাবু শ্রী পূর্ণচরণ গঞ্জু ,শ্রী দিলিপ রঞ্জন কুর্মী, সিলেট চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যাণ পরিষদ, শ্রী লিটন গঞ্জু রাজু, সাধারণ সম্পাদক বাংলাদেশ গঞ্জু যুব সমাজ সেবক ফোরাম কেন্দ্রিয় কমিটি, অনুষ্ঠানে প্রতিবেদন ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিটন গঞ্জু রাজু। বক্তারা বলেন বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠী হিসাবে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি, এই সমাজকে স্বকৃতি দিতে ক্ষুদ্র জনগোষ্ঠী হিসাবে গেজেটে অন্তর্ভুক্ত করার দাবী জানান। এই সময় বক্তারা আরো বলেন সাংস্কৃতিক চর্চার সুযোগ সুবিধা না থাকার কারনে আমাদের সাংস্কৃতিক পিছিয়ে যাচ্ছে, কৃষ্টি কালচার ভাষা সাংস্কৃতি হারিয়ে যাচ্ছে। উপযুক্ত শিক্ষার পরিবেশ দেওয়া হচ্ছে না।চিকিৎসা ব্যবস্থায়ও অবহেলার শিকার হতে হচ্ছে। সরকারি চাকরি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। ন্যয্য মজুরী দেওয়া হচ্ছে না।বর্তমান সরকারের উন্নয়নে আমরাও অংশীদার।বর্তমান সরকারের নিকট বাংলাদেশের নাগরিক হিসাবে এই সমস্যা অচিরেই সমাধানে করার আহ্বান জানান। এই সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দিলিপ গঞ্জু, হারুন গঞ্জু, মদন গঞ্জু হিলুয়া ছড়া বাগান পঞ্চায়েত সভাপতি, সজল গঞ্জু,চয়ন গঞ্জু, মজেন গঞ্জু, দিবাকর গঞ্জ প্রমুখ।