বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পতনঊষারের রসিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ



হিফজুর রহমান তুহিন:

13315568_1605926283069769_2130810446798270844_n

কমলগঞ্জ  উপজেলার  পতনউষারের  রসিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা জীবন ঝুঁকি নিয়ে পাঠদান করছেন।

বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৬৪ সালে এবং নতুন ভবন র্নিমিত ১৯৯১ সালে।বিদ্যালয়টির ধরন জরাজীর্ণ টিনের ছাউনী, বিদ্যালয়ের কক্ষ সংখ্যা ৪ টি এবং শিক্ষার্থীর সংখ্যা শিশু শ্রেণিসহ ১৯২ জন ও শিক্ষক এর সংখ্যা ৪ জন। বর্তমানে বিদ্যালয়টির অবস্থা গিয়ে দেখতে পেলাম খুবই সুচনীয় আকার ধারন করেছে, এছাড়া বৃষ্টি এলে জরাজীর্ণ টিনের ছাউনী দিয়ে কক্ষের ভেতরে পানি পড়ে ভরে যায়,বিদ্যারয়ের সামনের ছিঁড়ি ও টিনের চাউনি উঠে যােচ্ছ এই অবস্থায় অভিবাবকরা ছাত্রছাত্রীদের স্কুলে পাঠিয়ে আতংকে থাকেন বলে জানান স্থানীয়রা,ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান করাতে ব্যাঘাত ঘটে শিক্ষকদের। বিদ্যালয়ের ব্যঞগুলোর অবস্হাও সূচনীয়।তার পরেও দূর-দুরান্তের ৩টি গ্রাম থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে পড়তে আসে। ইউনিয়নে বিদ্যালয়ের সংখ্যা ১৯টি তার মধ্যে এটি একটি অন্যতম ঝুকিপূর্ণ বিদ্যালয় । এই বিদ্যালয়টি থেকে প্রতি বছরই সমাপনী পরীক্ষায় ভালো জিপিএ নিয়ে সন্তোষ জনক ফলাফল করেন। খুবই দুঃখের বিষয় তার পড়েও কর্তৃপক্ষের কারও এই বিষয়টি নজরে আসেনি। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম (হারুন)জানান, ২০১৬ সালের জানুয়ারিতে পুরাতন কাজ মেরামতের জন্য উপজেলা প্রকৌশলী দপ্তরে আবেদন করেন, কর্তৃপক্ষের কারোরি নজরে আসছেনা। তাহলে রসিদ পুর সারকারি বিদ্যালয় ভবিষ্যৎ কী ঝুকিপুর্ণ অবস্হায় রয়ে যাবে।