শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লাউয়াছড়ায় বিরল প্রজাতির আফ্রিকান টিকওন গাছ রক্ষার্থে স্থানীয়দের রক্ষণবেক্ষণ



কমলকুঁড়ি রিপোর্ট

Pic-3
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিরল প্র্রজাতির আফ্রিকান টিকওক গাছ। সম্প্রতি বৃষ্টির পানিতে পাহাড়ি ঢলে গাছটির  গোড়ায় মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়। এতে পড়ে যাওয়ার ঝুঁকির মাঝে আছে গাছটি। গাছটি রক্ষার্তে রক্ষণাবেক্ষণের জন্য বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে লাউয়াছড়া বিট কর্মকর্তা ও খাসিয়া পুঞ্জিরর হেডম্যানের সহায়তায় বনবাসী আদিবাসী খাসি যুবকদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গাছটির গোড়ায় দিনব্যাপী ৩০জনের একটি দল  মাটি ভরাটে কাজ করে।