শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবস



 

 

কমলকুঁড়ি রিপোর্ট

 ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা মরন পণ লড়াই করে পাক হানাদার বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতারিত করে শত্রুমুক্ত করেছিল। মুক্তিযোদ্ধাদের বহুমূখী মরন পন লড়াই ও ভারত থেকে মুক্তি বাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাক বাহিনী ভীত হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ৮ ডিসেন্বর ভোরে মনুব্রীজ সহ বিভিন্ন স্থাপনা পাক বাহিনী ধংশ করে তারা পালিয়ে যায়। এর পর মুক্ত হয় মৌলভীবাজার শহর। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।

মুক্ত দিবস উপলক্ষে সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলো আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করেছে।