শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ‘চর্চা’ সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন



 

কমলকুঁড়ি রিপোর্ট

1

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  ১৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এক বর্ণঢ্য অনুষ্টানের মধ্যদিয়ে  মোড়ক উন্মোচন হলো ‘চর্চা’ নামের সাহিত্য সংকলনের।

মহান বিজয় দিবস উপলক্ষে ‘চর্চা সাহিত্য পরিষদ’ এর উদ্যোগে প্রকাশিত সংকলনটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি  আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ,মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মো:হেলাল উদ্দিন। অনুষ্টানে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিশ্বজিৎ রায়।

উদীয়মান কবি ও সাংবাদিক, চর্চা ‘র সম্পাদক নির্মল সিংহ পলশের সভাপতিত্বে অনুষ্টিত এই মোড়ক উন্মোচন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন আদিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,  তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মতিন,  ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক  মো:খুরশেদ আলী, মনিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, প্রবীন শিক্ষক ও সংস্কৃতিকর্মী ভূবন মোহন সিংহ, কমলগঞ্জ  টিচার্স কালচারাল ক্লাবের আহবায়ক সাজ্জাদুল হক স্বপন, বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক মোঃ শাহাজ উদ্দিন ইংরেজী দৈনিক এশিয়ান এজ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি মোনায়েম খাঁন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে কমলগঞ্জের অতীত ঐতিহ্য রয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় সৃজনশীল সাহিত্যচর্চার বিকল্প নেই। অনুষ্ঠানে যুবসমাজ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সৃজনশীল সাহিত্যচর্চায় উজ্জীবিত করার গুরুত্বারোপ করা হয়।  অনুষ্টানে বক্তারা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, খাদ্য মানুষের দেহের চাহিদা মেটায় আর সাহিত্য মানুষের মনের চাহিদা মেটায় তাই প্রত্যেক মানুষের উচিৎ সাহিত্য সংস্কৃতির চর্চা করা, লেখালেখির মাধ্যমে নিজের আত্বাকে জাগিয়ে তুলা। বক্তারা ছাত্র-ছাত্রীদের লেখা নিয়ে  “চর্চা’ সাহিত্য সংকলনের ভূয়ুসি প্রশংসা করেন এবং অথিতিরা মোড়োক উন্মোচনের মাধ্যমে  ‘চর্চা’ সাহিত্য সংকলনের  ২য় প্রকাশনার পর্দা তুলেন।