শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নে ১১ কোটি ২৫ লক্ষ ১৪ হাজার টাকা কাজের শুভ উদ্বোধন



||  পিন্টু দেবনাথ  ||

Pic- A
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে ব্যয় হবে ১১ কোটি ২৫ লক্ষ ১৪ হাজার টাকা। শনিবার (০৩ নভেম্বর) দিনব্যাপী এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন মহান জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ সরকারি প্রতিশ্রুতত সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

Pic- D
উন্নয়ন প্রকল্পের মধ্যে ছিল ৭১ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয় চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) গুঞ্জরকান্দির সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণ কাজর উদ্বোধন।

Pic-G

২৫ লক্ষ ৮২ হাজার টাকা ব্যায় অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ ব্রাহ্মণউষার-কেওলার হাওড় সড়ক উদ্বোধন, ৬ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয় বন্যা প্রবন ও নদী ভাঙ্গন এলাকার বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় পতনউষার উচ্চ বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্র প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন ও পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজ একাডেমি ভবনের কাজের শুভ উদ্বোধন।

Pic-p

৩৫ লক্ষ টাকা ব্যয় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই ক্ষননের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের শুভ উদ্বোধন, ৬৫ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয় চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) ধূপাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণ স্থাপন কাজের শুভ উদ্বোধন।

Pic-dd

ও  ২ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর (মাউশি) এর অর্থায়নে আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের কাজের শুভ উদ্বোধন।

Pic-B

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, সহকারি জেলা শিক্ষা প্রকৌশলী আরিফুর রহমান খান, উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ পসভ: আরিফুর রহমান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ চৌধুরী, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, শমশেরনগর এএটিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আরিফুজ্জামান অপূ, শমশেরনগর ইউপি সদস্য শেখ রায়হান ফারুক, প্রধান শিক্ষক মো: ফয়েজ আহমদ, প্রধান শিক্ষক মিছবাউর রহমান, প্রধান শিক্ষক বিপ্লবী রানী দে, শিক্ষক মন্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষার্থী সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।