মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বড়লেখায় অ্যাম্বুলেন্স আটকে শিশুর মৃত্যু: দেশজুড়ে নিন্দার ঝড় জড়িতদের শাস্তির দাবি



 

 

 বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার কর্মবিরতি চলাকালে অ্যাম্বুলেন্স আটকা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় সারাদেশে তোলপাড় চলছে। অভিযোগ উঠেছে, পরিবহন শ্রমিকরা দফায় দফায় অ্যাম্বুলেন্সটি আটকে দেওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে যেতে না পেরে ওই শিশুটির মারা যায়।

এদিকে এ ব্যাপারে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। তবে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নিহত শিশুর চাচা আকবর আলী। তিনি সোমবার বেলা ১টার দিকে বলেন, ‘একটু পরেই আমরা মামলা করবো।’

প্রসঙ্গত, রবিবার দুপুর আড়াইটার দিকে বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলাকালে অ্যাম্বুলেন্স আটকা পড়ে ওই শিশুটি মারা যায়। নিহত কন্যাশিশুটি বড়লেখা সদর ইউনিয়নের অজমির গ্রামের কুটন মিয়ার মেয়ে। মাত্র ৭ দিন আগে শিশুটির জন্ম হয়েছিল। এখনও তার নাম রাখার সুযোগ হয়নি।

ঘটনার পর নিহত শিশুটির চাচা আকবর আলী মুঠোফোনে এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, ‘গত রাত থেকে বাচ্চাটা কোনো কিছইু খাচ্ছিল না, শুধু কাঁদছিল। আজ রবিবার সকালে আমরা শিশুটিকে উপজেলা হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে দ্রæত সিলেট নেওয়ার জন্য বলেন। চিকিৎসকের কথা মতো আমরা বাচ্চাটিকে অ্যাম্বুলেন্সে করে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সিলেট যাওয়ার পথে বড়লেখা উপজেলারদরগাবাজারে অ্যাম্বুলেন্সটি আটকে দেয় পরিবহন শ্রমিকরা। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। একইভাবে দাসেরবাজার এলকায় আটকানোর পর তাদের ছাড়া হয়। সেখান থেকে ছাড়া পেয়ে চান্দগ্রাম বাজারে আবারও শ্রমিকরা গাড়িটি আটকায়। এসময় অ্যাম্বুলেন্স চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। শিশুটি এখানেই একেবারেই নিস্তেজ হয়ে পড়ে। আমরা দ্রæত শিশুটিকে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র সাতদিন আগে বাচ্চাটার জন্ম হয়েছিল। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি।’