শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

রাজস্ব বিষয়ে অনড় খেলোয়াড়রা: স্মিথ



pic-mbbb

স্পোর্টস ডেস্ক::

চুক্তিতে রাজস্ব বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) খেলোয়াড়রা কোন ছাড় দিতে রাজি নয় বলে স্পষ্ট করে বলে দিয়েছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি বলেন, ‘বোর্ডের সাথে রাজস্ব ভাগাভাগির বিষয়ে চুক্তিতে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কোন প্রকার ছাড় দেবে না।’

রাজস্ব ভাগাভাগি ও বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে বেশ কিছু দিন যাবত দ্বন্দ্ব চলছে দেশটির খেলোয়াড়দের। বোর্ডের সঙ্গে সমঝোতা না হলে ভবিষ্যতে সকল ধরনের সিরিজ বর্জনের হুমকিও দেন স্মিথ-ওয়ার্নাররা। তাদের হুমকিতে সাড়া না দিয়ে নিজেদের অবস্থানে অনড় ক্রিকেট অস্ট্রেলিয়া। অনড় খেলোয়াড়রাও। এমন অবস্থায় বোর্ডের সাথে নতুন মৌসুমের জন্য কোন চুক্তি করেনি অস্ট্রেলিয়ার ২৩০জন খেলোয়াড়। যার ফলে চলতি মাসের নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করে অস্ট্রেলিয়া ‘এ’ দল।

স্মিথ বলেন, ‘আমদের ক্রিকেটের মঙ্গলের জন্যই আমরা সব কিছু আধুনিক করতে চাই।’ ইনস্টাগ্রামে স্মিথ বলেছিলেন, ‘আমরা দাবি অনুযায়ী রাজস্ব ভাগাভাগি করতে বদ্ধ পরিকর কারণ অস্ট্রেলিয়ার ঘরোয়া খেলোয়াড়দের প্রতি যত্নশীল হতে চাই। তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে বলছি, যখন ২০১১ সালে আমি দল থেকে বাদ পড়েছি, তখন যদি শক্তিশালী ঘরোয়া কাঠামো না পেতাম তবে পুনরায় জাতীয় দলে ফিরতে পারতাম না।’

গেল ৩০ জুন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে পাঁচ বছরের চুক্তি শেষ হয়। ফলে চলতি মাস থেকে ২৩০ জন খেলোয়াড় বেকার হয়ে পড়ে। তবে আগামীকাল আবারো নতুনভাবে আলোচনার প্রস্তাব আসতে পারে। তাই ঘরোয়া কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আলোচনায় বসার ইঙ্গিত দিলেন স্মিথ, ‘ঘরোয়া খেলোয়াড়দের আর্থিক বিষয়টি নিশ্চিত করতে হবে। তাতে ঘরোয়া আসর অনেক বেশি শক্তিশালী হবে। যা আন্তর্জাতিক অঙ্গনে সহায়ক হবে।’

শুধুমাত্র পুরুষ নয় মহিলা ক্রিকেটের উন্নতির জন্য একই নিয়ম করার কথা বললেন স্মিথ, ‘অস্ট্রেলিয়ায় মহিলাদের ক্রিকেট অনেক বড় এবং জনপ্রিয়। তাদের জন্যও আর্থিক সহায়তা থাকতে হবে। তারা সকল সুবিধা পাওয়ার যোগ্য।’