মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সাবেক প্রধান বিচারপতি এস, কে, সিনহার গ্রন্থে মণিপুরী মুসলিম সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের প্রতিবাদে কমলগঞ্জে বামডোর সংবাদ সম্মেলন



কমলকুঁড়ি রিপোর্ট

Kamalgonj Pic---011
সাবেক প্রধান বিচারপতি এস, কে, সিনহার ‘এ ব্রোকেন ড্রিম’ গ্রন্থে মষিপুরী মুসলিম সম্পর্কে ভূল, আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভোলপমেন্ট অর্গানাইজেশন (বামডো)। মঙ্গলবার বিকাল ৫টায় আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উ্চ বিদ্যালয় হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভোলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) এর সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এস, কে, সিনহার লিখিত ‘এ ব্রোকেন ড্রিম’ নামক গ্রন্থের প্রথম অধ্যায়ে “আরলি লাইফ” শিরোনামে মণিপুরিদের বিরুদ্ধে কিছু দূরভিসন্ধীমূলক মিথ্যা অভিযোগ এনেছেন-যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, ষড়যন্ত্রমূলক। তার অসত্য আপত্তিকর, বিভ্রান্তিকর, রাজনৈতিক দূরভিসন্ধিমূলক বইটি সম্পূর্ণ নিষিদ্ধ এবং লেখকের রিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি দেশ প্রেমিক সচেতন নাগরিকদেরকে বিভ্রান্ত না হতে এবং সত্য উন্মোচন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভোলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) এর ভারপ্রাপ্ত সভাপতি কাজী খায়রুজ্জামান, বামডো’র উপদেষ্টা লেখক আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আং হামিদ, বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন চ্রাস্টের সভাপতি মো: আব্দুল মতিন, মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের সভাপতি মো: খুরশেদ আলী, সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন, সমাজসেবক হাজী আং ওয়াহিদ, বামডো’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রানা, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ শফিকুর রহমান, বাংলাদেশ মণিপুরী মুসলিম ছাত্র কল্যণ পরিষদের সভাপতি মো: কামরুজ্জামান, স্থানীয় আওয়ামীলীগ নেতা এস, এম রেজাউদ্দিন রাজু, যুবলীগ নেতা কামাল উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বহুল আলোচিত ‘এ ব্রোকেন ড্রিম’ বইয়ে মণিপুরী মুসলিম সম্প্রদায়কে পাকিস্তানপন্থী’ হিসেবে উল্লেখ করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানান। বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনসহ বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে বাংলাদেশের মুসলিম মণিপুরীরা। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মুসলিম মণিপুরীদের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। মাতৃভূমির প্রতি ভালোবাসার অকৃত্রিম টানে অনেক মণিপুরী যুবক জীবনবাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, উৎসর্গ করেছেন নিজেদের জীবন। অথচ সাবেক প্রধান বিচারপতি তার স্বপ্নভঙ্গের বইতে মণিপুরীদের ঢালাওভাবে পাকিস্তানপন্থী হিসেবে আখ্যায়িত করেছে যা খুবই দুঃখজনক।’ বক্তারা অবিলম্বে এ বই থেকে মুসলিম  মণিপুরীদের সম্পর্কে অপমানজনক বক্তব্য প্রত্যাহার করার পাশাপাশি বইটি সম্পূর্ণ নিষিদ্ধ এবং লেখকের রিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।