শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে “আমার স্কুল আমরি দায়িত্ব” কৃষ্ণচন্দ্র সিংহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন



pic-kamalgong-1
কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল (মাঝেরগাঁও)গ্রামে উপজেলা পর্যায়ে “আমার স্কুল আমার দায়িত্ব” কর্মসূচীর আওতায় আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রেলপথ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব  শশী কুমার সিংহ।
কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেনর সভাপতিত্বে সহকারী শিক্ষক আনিসুর রহমানের সঞ্চালনায় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভানুবিল গ্রামের সন্তান রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা এলজিইডি প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, তেতঁইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন। আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাজ কুমার সিংহ, কৃষ্ণ চন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুমার সিংহ ও হখতিয়ারখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুল হক (স্বপন)।
প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব শশী কমুার সিংহ বলেন, স্থানীয়ভাবে কমলগঞ্জ উপজেলায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে “আমার স্কুল আমার দায়িত্ব” এ কর্মসুচী প্রশংসার দাবি রাখে। এ উদ্যোগে কমলগঞ্জে ১৫১  টি সরকারী প্রাথমিক বিদ্যালযের মাঝে এ পর্যন্ত ৭০টি বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন হয়েছে। তিনি ভানুবিল গ্রামের সন্তান হিসাবে “আমার স্কুল আমার দায়িত্ব” এ কর্মসূচীতে অংশ গ্রহন করে শহীদ মিনার নির্মাণের ব্যয়ে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা প্রদান করেন। তিনি মনে করেন এভাবে সমাজের অন্যান্যরা এগিয়ে আসবে।