বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলের লোকালয়ে ধরা পড়েছে বিরল প্রজাতির বনরুই



03

 শ্রীমঙ্গল : শ্রীমঙ্গলের লোকালয়ে ধরা পড়েছে বিরল প্রজাতির বনরুই। এটি এক ধরণের স্তন্যপায়ী সরীসৃপ বন্যপ্রাণী। ইংরেজিতে বন্য প্রাণীটিকে চায়নিজ পেনগলিন বলা হয়। বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশন এটিকে উদ্ধার করেছে। আজ সকালে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইছবপুর এলাকার বাসিন্দা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যন দেব এর বরবটি ক্ষেতের বনরুইটি জালে আটকে থাকতে দেখেন কল্যান দেবের কাকতো ভাই সুমন দেব। পরে সেটিকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তার পরিচর্যা করেন। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এলাকাবাসী আমাদের হাতে বনরুইটি তুলে দেন। এর পিছনের পা দুটিতে সামান্য সমস্যা হয়েছে। তিনি আরো জানান বনরুইটিকে চিকিৎসা শেষে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হবে।
বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, বনরুই বর্তমানে খুবই বিরল প্রজাতির। এটি এক ধরণের স্তন্যপায়ী সরীসৃপ বন্যপ্রাণী। ইংরেজিতে বন্য প্রাণীটিকে চায়নিজ পেনগলিন বলা হয়।