শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে বসতবাড়িতে বানর পোষণ, বানরের কামড়ে শিশু আহত



আব্দুল বাছিত খান:

2

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়িতে আইন না মেনে পোষা একটি বানরের কামড়ে ডা:আবদাল খানের শিশুপুত্র আকিল হোসেন (৬) আহত হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার (১৬ মার্চ) বিকালে উপজেলার ধর্মপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কমলগঞ্জের ১নং রহিম ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাবর মিয়া ২/৩ যাবত একটি বানর তার বাড়িতে এনে পোষণ করছেন। বাড়ির আঙ্গিনায় আম গাছের সাথে দড়ি দিয়ে বেধে রাখা বানরটি সে বাড়িতে যাতায়াতরত লোকদের আক্রমন করে। শুক্রবার বিকালে একই এলাকার আকিল হোসেন(৬)কে বানর কামড় দিয়ে গুরুতর আহত করে।পরে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ বিষয়ে বাবর মিয়া  বলেন, আমি আমার এক আত্মীয়ের কাছ থেকে শখ করে বানরটি এনেছিলাম। সেটি আক্রমণাত্মক হওয়ায় আবার তা ফিরিয়ে দিয়েছি।
এ ব্যাপারে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো দৈনিক খবরপত্র প্রতিনিধিকে বলেন, বসত বাড়িতে বন্য প্রাণী পোষণ করা সম্পূর্ণ বেআইনী। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখব।