বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে লক্ষী পেঁচা আটক। স্পর্শ করতে পারলেই ধন সম্পদ বেড়ে যাবে এ ধারনা থেকে উৎসুক জনতার ভিড়



আজ রবিবার সকাল ৯ ঘটিকার সময় একটি লক্ষী পেঁচা আটক করে বন্যপ্রানী সেবা ফাউন্ডশনের সহকারি পরিচালক সনজিব দেব এর নিকট হস্তান্তর করা হয়।
লক্ষী পেঁচাটি শ্রীমঙ্গল সাগর দিঘী রোডের প্রানী সম্পদ হাসপাতালের পেছনের ক্ষেত থেকে সিন্দুর খান রোডের বাবুল মিয়ার ছেলে জহির মিয়া পেঁচাটি আটক করে। পরবর্তীতে ইডাফ মানবাধিকার সংগঠনকে অবহিত করলে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নূর আলম নূরু, সম্পাদক মোঃ নাসির আহমেদ, যুগ্ম সম্পাদক আঃ ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক তজমুল হোসেন দিমন পেঁচাটিকে দুপুর ১১টার সময় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেন।
এই লক্ষী পেঁচাটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। তাদেন কেউ কেউ বলেছেন এই লক্ষী পেঁচাটিকে ‘স্পর্শ করতে পারলেই ধন-সম্পদ বেড়ে যাবে’ এমন ধারণা থেকেই উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে এক নজর দেখার অথবা স্পর্শ করার জন্য। লক্ষ্মী পেঁচাকে প্রণাম জানাতে ছুটে আসেন একদল হিন্দু নারী ভক্ত। তারা জানান, এ পেঁচা আমাদের লক্ষ্মীর বাহন। প্রণাম দিতে পেরেছি, এতেই ধন্য। বিল্লাল হোসেন ও গোলাম মোস্তফা জানান, লক্ষ্মী পেঁচা নাম শুনেছি দেখা হয়নি, তাই আজ নিজ চোখে দেখেছি এবং ছবি তোলেছি এতেই ধন্য। এই পেঁচাটিকে এক নজর দেখার জন্য স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ ছুটে আসছে।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে আজ সন্ধ্যায় লক্ষী পেঁচাটিকে তার আবাসস্থল হাইল হাওরে অবমুক্ত করা হবে। উল্লেখ্য, লক্ষী পেঁচা দিনের বেলা চোখে দেখতে পায়না বলে ফাউন্ডেশন সূত্র জানায়।