বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন আজ শনিবার



কমলকুঁড়ি রিপোর্ট

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) শমশেরনগর চা বাগান মাঠে অনুষ্ঠিত হবে। শমশেরনগর প্রাক্তন ছাত্র পরিষদ ও ক্লিন এন্ড বিউটিফুল, শমশেরনগর এর আয়োজনে এই খেলা শুরু হবে। শনিবার বিকালে মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য মো: আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী খেলায় থানা বাস্তবায়ন একাদশ, শমশেরনগর ও খেলোয়াড় কল্যাণ সমিতি, বড়লেখা মুখোমুখি হবে।
শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ পরিচালনা কমিটির সভাপতি শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ ও সদস্য সচিব সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেল জানান, ক্রীড়াঙ্গনে শমশেরনগর এর রয়েছে শতবর্ষের গর্বিত ইতিহাস। সিলেট বিভাগের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ও জাকঝমকপূর্ণ টুর্ণামেন্টটিতে লাখো ক্রীড়ামোদী সুশৃংখল দর্শক দেশ-বিদেশের সেরা খেলোয়াড়দের নৈপূন্য উপভোগ করেন। ঐতিহ্যের ধারাবাহিকতায়ই এবারের এ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল (বিপিএম), কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক মো: জাকির হোসেন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি মি. পিডিশন প্রধান, দি চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, মৌভীবাজার এর পরিচালক মো: আব্দুর রহিম শিপন।
শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ এর মিডিয়া উপ-কমিটির আহবায়ক কামরুল হাসান মারুফ জানান, টূর্ণামেন্টে দেশ-বিদেশের মোট ১৬টি টিম অংশ নিচ্ছে।