বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে মণিপুরি জনগোষ্ঠীর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনু্ষ্ঠিত



আর কে সোমেন :
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি জনগোষ্ঠীর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সুরক্ষা বিষয়ক কর্মশালা উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা মণিপুরি সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে অনু্ষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরাম ও UNESCO এর আয়োজনে এবং উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র  ‘সাধনা’ এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের ( NCCB) পরিচালনায় আজ শুক্রবার দিনব্যাপী অনু্ষ্ঠিত এ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হক, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা, উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র সাধনার ধ্র“মেল প্রকল্পের আটস্টিক পরিচালক লুবনা মরিয়ম, ইব্রাহিম প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মণিপুরি আদিবাসী ফোরামের সভাপতি ইঞ্জিঃ আব্দুল মতিন, জুড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রন্জিতা শর্ম্মা, শ্রীমঙ্গল সরকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের অব: শিক্ষিকা প্রভাসিনী সিনহা ও কমলগঞ্জ গালর্স স্কুলের সহকারী শিক্ষকা বিলকিস বেগম। কর্মশালায় স্বগত বক্তব্য রাখেন মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজীৎ সিংহ।
কর্মশালায় জনপ্রতিনিধি, সমাজ সেবক,  শিক্ষক, সাংবাদিকসহ ৭০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
মণিপুরি জনগোষ্ঠীর তিন সম্প্রদায় মৈতৈ, বিষ্ণুপ্রিয়া ও পাঙালদের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য যেমন ভাষা, সাহিত্য, সংস্কৃতি, সামাজিক কৃষ্টি, ধর্মীয় আচার অনুষ্ঠান, কারুকলা,  খেলাধুলা ইত্যাদি নিয়ে কর্মশালাটি অনু্ষ্ঠিত হয়।