শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে বু্রো চাষের প্রয়োজনে লাঘাটা ছড়ায় ক্রসবাঁধ স্থাপন জরুরী



1

আব্দুল বাছিত খান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের রুপষপুর রফিক মিয়ার জমির উপর লাঘাটা ছড়ায় বুরো চাষের জন্য ১২০ফুট দৈর্ঘ.৩০ফুট প্রস্ত.২৫ফুট উচ্চতায় একটি ক্রসবাঁধ নির্মাণ জরুরী হয়ে পড়ছে। একটি ক্রস বাঁধ না থাকার কারনে বুরো চাষ করা ব্যাহাত হচ্ছে। এতে কুরে কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এলাকার কৃষকরা বলেছেন, বিগত দিনে বন্যা, শিলাবৃষ্টি ও অতিবৃষ্টির ফলে কোন ফসল ঘরে তুলা সম্ভব হয়নি। এবার যদি বুরো চাষ করা না হয় তাহলে পথে বসা ছাড়া কোন উপায় নেই।রফিক মিয়ার বাড়ীর সামনের লাঘাটা ছড়ার উপর একটি ক্রস বাধ নির্মাণ করা হলে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বুরো চাষ সম্ভব হবে।কৃষক বান্ধব সরকারের কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার  মাহমুদুল হকের সুনজর কামনা করছেন এলাকাবাসী ৩ হাজার কৃষকরা। এব্যাপারে ৩নং মুন্সিবাজার ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতালিব তরফদার জানান, তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, অত্র ইউনিয়রের রুপষপুর গ্রামে এখনো বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মাসে ৩০ কেজি চাউল ও নগদ ৫০০টাকা করে অদ্যবধি পর্যন্ত সরকার ভর্তুকি দিয়ে যাচ্ছে।লাঘাটা ছড়ার উপর বাঁধ নির্মানে কেওলার হাওর পাড়ের কৃষকদের মুখে হাসি ফুটবে। ১৫ হাজার হেক্টর জমি বুরো চাষ সম্ভব হবে।  এ ব্যপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাছে আবেদন করা হবে বলে জানা গেছে।