শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মুন্সীবাজারে তরুণ সনাতনী সংঘের দ্বি-বার্ষিকী সম্মেলন ও গুরুকুল সনাতনী জ্ঞানগৃহের উদ্বোধন



Pic--Kamalgonj TSS-2
কমলকুঁড়ি রিপোর্ট
“মানব সেবাই মূল মন্ত্র” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার সার্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গণে তরুণ সনাতনী সংঘ (টিএসএস) এর মুন্সীবাজার ইউপি শাখার দ্বি-বার্ষিকী সম্মেলন গত শুক্রবার ৩০ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। মুন্সীবাজার ইউনিয়ন সনাতনী তরুণ সংঘের আহবায়ক দুর্গাবাড়িতে সংঘের আহবায়ক ঝলক রঞ্জন দাশের সভাপতিত্বে এবং বিভু দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ নারায়ণ মল্লিক সাগর, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, তরুণ সনাতনী সংঘ মৌলভীবাজার সদর উপজেলা শাখার উপদেষ্টা এড: সঞ্জয় কান্তি বিশ্বাস, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক দীপক কান্তি রায়, রাধাকৃষ্ণ যুব ফোরামের সভাপতি স্বপন দেবনাথ, জেলা তরুণ সনাতনী সংঘের সাবেক সাধারণ সম্পাদক এড: প্রীতম দত্ত সজীব, জেলা তরুণ সনাতনী সংঘের দিপু কর্মকার, সহ সভাপতি গৌরাপদ রায় গৌরা, সাধারণ সম্পাদক জগদীশ দাশ, সাংগঠনিক সম্পাদক গোপাল পাল, অর্থ সম্পাদক তপন পাল, প্রকাশনা সম্পাদক এবং টিএসএস শ্রীমংগল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৌরভ আদিত্য, সহ- প্রচার প্রকাশনা সম্পাদক স্বরূপানন্দ রায়, ছাত্র বিষয়ক সম্পাদক দিগন্ত দেব, সদস্য উপানন্দ বর্মন । সম্মেলন উদ্বোধন করেন তরুণ সনাতনী সংঘ (টিএসএস) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি অপু  রায় পার্থ। প্রধান বক্তা ছিলেন তরুণ সনাতনী সংঘ (টিএসএস) কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তরুণ সনাতনী সংঘ কমলগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক দোয়েল মল্লিক সঞ্জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক সাগর দেবনাথ প্রমুখ।

Pic--Kamalgonj TSS
সম্মেলনে বক্তারা শারদীয় দুর্গোৎসবে ৩ দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষনাসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবী দাওয়া বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবী জানান।
সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে ঝলক রঞ্জন দাশকে সভাপতি ও বিদ্যুৎ মল্লিককে সাধারণ সম্পাদক করে মুন্সীবাজার ইউনিয়ন শাখা তরুণ সনাতনী সংঘের কমিটি গঠন করা হয়।
এদিকে শুক্রবার বিকাল ৩টায় তরুণ সনাতনী সংঘের (টিএসএস) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে‘গুরুকুল’ সনাতনী জ্ঞান গৃহের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্য। তরুণ সনাতনী সংঘ (টিএসএস) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি অপু  রায় পার্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে টিএসএস মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রাণ লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রারম্ভে শ্রীমদ্ভগবতগীতা পাঠ করেন সুনীল কুমার বৈদ্য ও শিক্ষক দুলাল চন্দ্র শর্ম্মা। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।