রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

নিপীড়িত চা- শ্রমিক জনগোষ্ঠীর সংবাদ তুলে ধরার লক্ষে যাত্রা শুরু করলো ” সাপ্তাহিক চা- শ্রমিক বার্তা “



1

কমলকুঁড়ি রিপোর্ট
চা- শ্রমিকদের অধিকার দায়িত্ব কর্তব্য, শিক্ষা-সংস্কৃতি, ঐতিহ্য ও জীবন মান সবার কাছে তুলে ধরার জন্য একটি নিরপেক্ষ সংবাদ পত্র হিসেবে সাপ্তাহিক চা- শ্রমিক বার্তা শুভ যাত্রা শুরু করলো। ৮ সেপ্টেম্বর শুক্রবার শ্রীমঙ্গল শহরের গুহো রোড কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিউটের হল রুমে পত্রিকার উপদেষ্টা কমিটির সদস্য ও বাংলাদেশ চা- শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রামভজন কৈরী পত্রিকার শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য কামরুল বক্স বাবুল, চা- শ্রমিক সন্তান জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস, প্রকাশক ফারুক হোসেন, বার্তা সম্পাদক শাহিন আহম্মদ, সহ-সম্পাদক মানিক প্রসাদ পাল, চা- ছাত্র যুব পরিষদের সদস্য সজল কৈরী, সাপ্তাহিক চা- শ্রমিক বার্তার বিভিন্ন বাগানের প্রতিনিধি। অনুষ্টানে অতিথিগণ চা- শ্রমিকদের জীবনমান তুলে ধরার এই সাহসী কাজকে ধন্যবাদ জানান এবং এই পত্রিকার উত্তরতর সফলতা কামনা করেন।