শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

রেকর্ড ভাঙলেন ট্রাম্প



92520

কমলকুঁড়ি ডেস্ক :

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের শাসনক্ষমতা পরিচালনার কঠিন দায়িত্ব নেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। এরপর ২০০ দিন কেটে গেছে। এ সময়ের মধ্যেই বহু বিতর্কিত মন্তব্য করে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। এছাড়া এমন কিছু কাজের কারণে অতীতের সব নজিরকে ছাপিয়ে গেছেন। আর এসব কিছুর মধ্যে গত ৬৪ বছরের মধ্যে ট্রাম্পই কোনো প্রেসিডেন্ট, যিনি প্রথম ২০০ দিনে মাত্র একবার সংবাদ সম্মেলন করেছেন। ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর এ বছর ১৬ ফেব্রুয়ারি প্রথম সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। গত ৬৪ বছরে কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে এমনটা হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আমেরিকান প্রেসিডেন্সি প্রজেক্ট জানায়, প্রথম ২০০ দিনে কম সংবাদ সম্মেলন করা প্রেসিডেন্টের তালিকায় শীর্ষে ছিলেন জর্জ ডব্লিউ বুশ ও রোনাল্ড রিগ্যান। তাদের সংবাদ সম্মেলনের সংখ্যা তিন। সবচেয়ে বেশিসংখ্যক ১৯ বার সংবাদ সম্মেলন করে আলোচিত হন প্রেসিডেন্ট লিন্ডন জনসন। আর ২০০ দিনে ১৮ বার সংবাদ সম্মেলন করেছেন জর্জ হার্বার্ট ডব্লিউ বুশ। তিনি জর্জ ডব্লিউ বুশের বাবা।