বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

জুড়ীর সাগরনাল-ফুলতলা সড়কে খানাখন্দে ভরপুর, বেহাল দশা : দুর্ভোগ চরমে



 এম কে পাল (জয়), ভ্রাম্যমান প্রতিনিধি  

100

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী – ফুলতলা রোডের বেহাল দশা। সাগরনাল-ফুলতলা এলাকা থেকে বন্যার পানি নেমেছে মাস খানিক হলো কিন্তু এই বন্যা জনজীবনের পাশাপাশি যোগাযোগ ব্যাবস্থার বিরাট অবনতি করেছে। রাস্তা সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষে কোন নজর নেই।রাস্তার মধ্যে সৃষ্টি হয়েছে গর্ত এবং তার মধ্য জমাট রয়েছে পানি।  যানবাহন চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে।প্রতি নিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা ।রাতের বেলা যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুকি নিয়ে।এ রোডের প্রায় বেশির ভাগ জায়গা  জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত , পিচ উঠে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। যা নানা রকম সমস্যার সৃষ্টি করছে।কয়েকটি ব্রিজের অবস্থা অারও খারাপ, কারন ব্রিজগুলোর প্লেট সরে যায় প্রতিনিয়ত।সাগরনালের গাঙ্গের পুল নামক স্থানে ব্রিজের প্লেটটি সরে যাওয়ায় কয়েকটি দুর্ঘটনা  ঘটেছে,যা রাতের বেলাতেই বেশি ।কেউ বাই সাইকেল,যেখানে যাতায়াতে সময় লাগে ৩০মিনিট সে জায়াগায় যেতে এখন মানুষের সময় লাগছে ২ ঘন্টা। যার প্রধান ভুক্তভোগি এলাকার সাধারন জনগন ও ছাত্র ছাত্রীরা।এলাকাবাসীর দাবী যথাযথ কর্তৃপক্ষ যাতে সাগরনাল- ফুলতলা সড়কটির প্রতি সু-নজর দেন।