শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

দেশে বাড়ছে বজ্রপাত ও বজ্রপাতে মৃত্যু



40

ডেস্ক রিপোর্ট

দেশে ক্রমেই বাড়ছে বজ্রপাতের ঘটনা। এর সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর ঘটনাও।পরিসংখ্যান বলছে- চলতি বছরের ২২ এপ্রিল পর্যন্ত গত সাত বছরে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ এক হাজার ৭৪৪ জন। তবে একাধিক সেচ্ছাসেবী সংগঠনের হিসেব অনুযায়ী এ সংখ্যা অন্তত দুইগুন বেশি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে- গত ২২ এপ্রিল পর্যন্ত চলতি বছর দেশে বজ্রপাতে ২২ জন মারা গেছেন।এদিকে ঘন ঘন বজ্রপাতের জন্য বিশ্ব জলবায়ূ পরিবর্তনকে দায়ি করছেন বিশেষজ্ঞরা। এছাড়া খোলা স্থানে যেখানে গাছপালার সংখ্যা কম সেখানে বজ্রপাতের বেশি ঘটনা ঘটছে বলে জানান তারা।  তারা বলছেন, এখন থেকে পরবর্তী তিন মাস (আগামী জুলাই পর্যন্ত) বজ্রপাতে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। তারা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে বাতাসে সালফার ও নাইট্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ায় ক্রমেই বাড়ছে বজ্রপাতের ঘটনা। জানা যায়, গত কয়েক বছরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ প্রভৃতি অঞ্চলে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটেছে বেশি। এ বিষয়ে সরকারের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে ভিয়েতনাম থেকে কিছু কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। প্রশিক্ষিত কর্মকর্তারা একটি প্রকল্প তৈরির কাজে নিয়োজিত আছেন। এই প্রকল্পের মাধ্যমে ঢাকাসহ চিহ্নিত কিছু জায়গায় বাড়ির ছাদে বজ্রপ্রতিরোধক টাওয়ার স্থাপন করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ভিয়েতনাম থেকে বজ্রপাত নিরোধকারী ও আগাম সংকেত প্রদানযোগ্য যন্ত্রাংশ আনার পর্যায়ে রয়েছে। এগুলো আসলে নির্ধারিত প্রকল্পের অধীনে বজ্রপাত নিরোধে প্রয়োজনীয় কাজকর্ম শুরু হবে।দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জানান, দেশের হাওর অঞ্চলে জরুরী ভিত্তিতে বজ্রনিরোধক টাওয়ার নির্মাণ বা স্থাপন করা হবে। বাসা-বাড়ির ছাদেও সরকারি ও বেসরকারি উদ্যোগে এই কাজ করা হবে।