শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

স্যানিটেশন, ঘর মেরামত, পানীয় জলের সুব্যবস্থাসহ বিভিন্ন দাবী বাস্তবায়নে চাতলাপুর বাগানে নারী শ্রমিকদের কর্মবিরতি



Pic--Chatlapur Tea Garden
কমলকুঁড়ি রিপোর্ট
ঘর মেরামত, মান সম্মত স্যানিটেশন, পানিয় জলের সু-ব্যবস্থা, নারী শ্রমিকদের পাতি উত্তোলনে অতিরিক্ত কাজে কেজি প্রতি ২ টাকা থেকে বৃদ্ধি করে ৫ টাকাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে গত ২২ এপ্রিল বাগান ব্যবস্থাপক বরাবরে লিখিত অভিযোগ প্রদান করে চাতলাপুর চা বাগানের শ্রমিকরা। এসব দাবি বাস্তবায়নে কোন পদক্ষেপ গ্রহন না করায় কর্তৃপক্ষের উল্টো দাবির প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকাল ৭ টা থেকে দিনভর কর্মবিরতি পালন করেন ক্ষুব্ধ নারী চা শ্রমিকরা।
চাতলাপুর চা বাগানের শ্রমিক বাসন্তী বাউরী, প্রদিব গোয়ালা, ঝরনা বাউরী জানান, ঘর মেরামত, মানসম্মত সেনিটেশন, সেকশন ও টিলাভূমিতে কাজ চলাকালীন সময়ে পানীয় জলের সুব্যবস্থা, পাতি উত্তোলনকৃত নারী শ্রমিকদের নির্ধারিত নিরিখ ১ম দফা পাতি ২০ কেজি ও ২য় দফা ১৬ কেজি পুরো করার পরও অতিরিক্ত সময়ে কেজি প্রতি ২ টাকার পরিবর্তে ৫ টাকা প্রদান, কীটনাশক ছিটানো শ্রমিকদের যড়ঞ্জামাদি প্রদান, উন্নত চিকিৎসা ব্যবস্থা, পাহাড়ি অঞ্চলে কাজ করতে গেলে বন্যপ্রাণির আক্রমন থাকায় পাহাড়ি এলাকায় কাজ চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা প্রদান, বিভিন্ন সময়ে চা গাছে বিষাক্ত পোকার আক্রমনে গুরুতর আহত হলে দ্রুত হাসপাতালে প্রেরনের ব্যবস্থা এসব দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়। কর্তৃপক্ষ এসব বিষয়ে গুরুত্ব না দিয়ে নিরিখ বাড়ানোর দাবি জানালে নারী শ্রমিকরা বাধ্য হয়ে মঙ্গলবার কর্মবিরতি পালন করছেন।
মঙ্গলবার বিকাল চারটায় এ সংবাদ লিখা পর্যন্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে কোন আলোচনা হয়নি। তবে চা বাগানের শ্রমিক সন্তান শ্যামল অলমিক বলেন, ব্যবস্থাপক পঞ্চায়েতদের নিয়ে অফিসে বৈঠকে বসেছেন।
এ ব্যাপারে জানতে চেয়ে চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক ইফতেখার এনামের মোবাইল ফোনে কয়েক দফা ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেন, চা বাগানে শ্রমিকরা আন্দোলনমুখী। পৌনে চারটায় অফিস কক্ষে তৃতীয় পক্ষের সমঝোতা বিষয়ে আলোচনা চলছে।