বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে বন্যা



কমলকুঁড়ি রিপোর্ট

1
গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কমলগঞ্জে বন্যা দেখা দেয়। বন্যায় মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের ঠাকুরবাজার, করিমপুর, গোপালনগর এলাকায় রাস্তা ডুবে যায়। বুধবার রাত ৯টায় সরজমিন দেখা যায়, রাস্তার উপর বন্যার পানিতে তলিয়ে গেছে। যানবাহন বন্ধ রয়েছে। অনেক সিএনজি মাঝ পথে ট্রাষ্ট বন্ধ হয়ে আটকে গিয়েছিল। অনেক কষ্ট করে তা পার করা হয়। অনেক গাড়ীকে ঠেলিয়ে পার করতে দেখা যায়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জুয়েল আহমেদ কমলকুঁড়িকে জানান, ধলাই নদীর পানি বিপদ সীমায় প্রবাহিত হচ্ছে। করিমপুর, গোপালনগর ধলাই বাঁধ ভেঙ্গে গিয়ে প্রায় ১০/১২টি গ্রাম প্লাবিত রয়েছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্ধি রয়েছে। এছাড়া আলেপুর এলাকায় যেকোন সময় ভাঙন দিতে পারে। গোপালনগরের স্থানীয় বাসিন্দা শিক্ষক সঞ্জয় কান্তি দেব ফেসবুকে জানান, আমাদের ঘর সহ ১নং ওয়ার্ডে প্রায় সকল ঘরেই ১ ফুটের মতো পানি উঠেছে। ১৯৮৮ সালের বন্যার পর এই প্রথম এলাকাবাসী চরম দুর্ভোগে রাত কাটাতে হচ্ছে।
বৃহস্পতিবার সকালে সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, এখন রাস্তার পানি কমেছে। যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করছে।