রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

চাতলাপুর সীমান্ত এলাকায় ২টি বাংলাদেশী গরু বিএসএফ এর সহায়তায় ভারত থেকে উদ্ধার



index

কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিকটবর্তী কুলাউড়ার চাতলাপুর সীমান্তের লালারচক এলাকায় ২টি  বাংলাদেশী গরু বিএসএফ এর সহায়তায় ভারতের লক্ষ্মীছড়া এলাকা থেকে উদ্ধার করে রোববার সন্ধ্যায় বাংলাদেশে ফেরত দিলো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর খালেদ জানান, রোববার ভোরে বাংলাদেশী কৃষকের ২টি গরু নো মেন্স ল্যান্ড এলাকা থেকে ধরে নিয়ে ভারতের সীমানার ভিতরে চলে যায় ভারতীয় লোক। বিষয়টি স্থানীয় এক কৃষক দেখে শরিফপুর বিজিবি ক্যাম্প কমান্ডারকে জানালে ক্যাম্প কমান্ডারের মাধ্যমে খবর আসে শ্রীমঙ্গলস্থ ব্যাটালিয়ানের সদর দপ্তরে। খবর পেয়ে তিনি তাৎক্ষনিক বিএসএফ এর সাথে যোগাযোগ করে কোম্পানী পর্যায়ে ফ্লাগমিটিংর ব্যবস্থা করেন। রোববার দুুপুরে ফ্লাগ মিটিংএর মাধ্যমে বিএসএফ অবহিত হয়ে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ২টি গরু উদ্ধর করে সন্ধায় বিজিবির কাছে হস্তান্তর করে।
চাতলাপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মালেক জানান, অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে ফ্লাগ মিটিং হয়। ফ্লাগ মিটিংএ বিএসএফ কথা দিয়েছিলো তারা গরু উদ্ধর করে ফেরত দিবে এবং কয়েক ঘন্টার মধ্যেই তারা গরুগুলো উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠায়।